বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপনগরে গার্মেন্টসে আগুনের ঘটনায় আহত ৩ জন জাতীয় বার্নে

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মামুন (৩৫), সোহেল (৩২) ও সুরুজ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, মিরপুরের রূপনগর এলাকা থেকে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সুরুজের শরীরের ২ শতাংশ দগ্ধসহ ইনহ‍্যালেশন ইনজুরি এবং মামুন ও সোহেলের ইনহ‍্যালেশন ইনজুরি রয়েছে। বর্তমানে তাদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীর স্ট্যাবল হলে ছেড়ে দেওয়া হবে।

আহত মামুনের আত্মীয় জোসনা জানান, মামুন ও সোহেল এআর ফ্যাশনে চাকরি করে। মামুন কাটিং মাস্টার হিসেবে এবং সোহেল ফিনিশিংয়ের কাজ করে। অন্যদিকে সুরুজ এই গার্মেন্টসে অর্ডার দেওয়া ছিল, সেগুলো কোয়ালিটি চেক করার জন্য এসেছিল।

শেয়ার করুন